ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোরবানীর পশুর হাট জমে উঠেছে পাবনায়

প্রকাশিত : ১৩:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৬

পাবনায় জমে উঠেছে কোরবানীর পশুর হাট। বরাবরের মতো এবারও দেশী গরুর চাহিদা বেশি। আর দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। ভারতীয় গরু আমদানী বন্ধ থাকায় খুশি খামারী ও ব্যবসায়ীরা। উত্তরবঙ্গের অন্যতম বড় পশুর হাট হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীর অরনকোলা হাট। এরইমধ্যে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। দুরদুরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসছেন পশু বেচাকেনা করতে। দামও তুলনামূলক কম থাকায় হাট ঘুরে পছন্দের কোরবানীর পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। হাটে প্রচুর পরিমাণ গরু উঠলেও ক্রেতার সংখ্যা কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। তবে ভারতীয় গরু আমদানী বন্ধ থাকায় খুশি তারা। এদিকে কোরবানীর পশু কেনাবেচা শুরু হলেও হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন ও পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিমের দেখা মেলেনি। হাট ইজারাদার জানান, নির্বিঘেœ পশু কেনাবেচার জন্য হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আর প্রাণীর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম বসানোর প্রস্তুতি নেয়া হয়েছে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এ বছর পাবনায় কোরবানীর পশুর চাহিদা ১ লাখ ৩২ হাজার। প্রস্তুত আছে ১ লাখ ৩৬ হাজার ৯২০টি পশু। <ংঃৎড়হম>
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি