‘আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই’ : আহমদ শফী
প্রকাশিত : ১৩:০৭, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৫, ৪ নভেম্বর ২০১৮
হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক কোনো দলের সঙ্গে আমার বা হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই আমার কোনো সিদ্ধান্ত ও কর্মকৌশলকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই।’
আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ সভাপতির লিখিত বক্তব্যে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।
মাহফিলে আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার সদস্য মাওলানা মুফতি নুরুল আমিন।
লিখিত বক্তব্যে আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে বলা হয়, ‘নিঃস্বার্থভাবে দীনের খেদমত করাই আমার একমাত্র তামান্না।’
তিনি আরও বলেন, ‘আমি জীবনে শেষ প্রান্তে পা রেখেছি। অসুস্থতার মধ্যেও আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আল্লাহতায়ালার কাছে শুকরিয়া জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই- হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আক্বিদা রক্ষার সংগ্রামে একটি বৃহত্তম ধর্মীয় সংগঠন। আমরা এই ঈমানী আন্দোলনের নীতি ও আদর্শ সংরক্ষণে সদা প্রস্তুত রয়েছি। হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয় এবং কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই।’
এসএ/
আরও পড়ুন