ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ থেকে জেএমবির সুইসাইড স্কোয়াডের ৪ নারী সদস্য আটক

প্রকাশিত : ১৪:৫৫, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২১, ৫ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জের কাজিপুর থেকে জেএমবির সুইসাইড স্কোয়াডের ৪ নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জিহাদি বই, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক সামগ্রী। গোপন খবর পেয়ে সোমবার ভোরে বরইতলা গ্রামের আবু সাঈদের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেসময় ওই বাড়ি থেকে আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম, মেয়ে শাকিলা খাতুন, সালমা খাতুন ও একই গ্রামের রাজিয়া বেগমকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জিহাদি বই, কম্পিউটার ও কিছু ইলেক্ট্রনিক যন্ত্রপাতি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির আত্মঘাতি দলের সদস্য বলে স্বীকার করেছে। আটককৃতরা যেকোন সময় সন্ত্রাসী হামলার জন্য হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় থাকতো বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি