ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত : ১৫:০০, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০০, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে সি গ্র“প থেকে অপরাজিত থেকেই গ্র“প চ্যাম্পিয়ন হয়েছে তারা। শেষ ম্যাচে অধিনায়ক কৃষ্ণার জোড়া গোলে সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। চুড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছিলো আগেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্র“পের শেষ ম্যাচে প্রতিপক্ষ আরব আমিরাতকে প্রথম থেকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ম্যাচের তিন মিনিটেই অধিনায়ক কৃষ্ণা রাণীর গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। এর পর একের পর এক আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে আরব আমিরাত। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধ্বে আরো আক্রমণাত্মক খেলতে থাকে কৃষ্ণা-সানজিদারা। ৫২ মিনিটে দলকে আবারো এগিয়ে নেন কৃষ্ণা। ৫৬ মিনিটে মারিয়ার পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন আনুচিং। ৮৬ মিনিটে শেষ গোলটি করেন মিডফিল্ডার তহুরা। চার শুন্য গোলের জয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে টাইগ্রেসরা। ২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলবে বাংলাদেশের মেয়েরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি