ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ১৫:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে নিজেদের শেষ ম্যাচে বেলা ১১টায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের আগেই মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু। এরপর সিঙ্গাপুরকে ৫-০ ও কিরগিজস্তানকে ১০-০ গোলে ভাসিয়ে শক্তিশালি চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট পায় মার্জিয়া, কৃষ্ণা রানীরা। মূল পর্বে গেলেও এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না। ছোটনের শিষ্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি