ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জার্মানির ফুটবলার ইজেন বপের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২৪, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২৭, ৫ সেপ্টেম্বর ২০১৬

ইজেন বপ জার্মানির পেশাদার ফুটবলার। আর বর্তমানে বাসফোর্ড ইউনাইটে ক্লাবে খেলছেন এই মিডফিল্ডার। ১৯৮৩ সালে আজকের এই দিনে ইউক্রেনের কিভ শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক ও সহকর্মীদের কাছে ইজেন বপ নামেই বেশি পরিচিত। তাঁর মা ইউক্রেন্ধেসঢ়;র আর বাবা জার্মানির। জন্ম ইউক্রেনে হলেও খেলেন জার্মানির হয়ে। তাঁর বড় ভাই ভিক্টও বপ পেশায় ফুটবলার। আর ইজেন বপও পেশায় বেছে নেন ফুটবলকে। বায়ার্ন মিউনিখের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। যুব ক্যারিয়ারে বায়ার্নে খেলেন ২০০০ সাল পর্যন্ত। এছাড়া খেলেছেন নটিংহ্যাম ফরেস্টে। আর এই ক্লাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জায়গা করে নেন মূূল দলে। নটিংহ্যাম ফরেস্টের মূল দলে ২০০৬ সাল পর্যন্ত খেলেন ৭৭টি ম্যাচ। এরপর খেলেন রদাহ্যাম ইউনাইটেডে। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৭ সালে মাঠে নামেন ক্রিউ আলেকজান্ড্রা ক্লাবে। এছাড়া খেলেছেন ইয়র্ক সিটি ও ডানক্রিক ক্লাবে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন বাসফোর্ড ইউনাইটেড ক্লাবে সঙ্গে। ২০০১ সালে ইজেন বপ খেলেন জার্মানির অনুর্ধ্ব-১৯ দলের জার্সিতে। তবে, জার্মানির মূল দলের হয়ে এখনো খেলতে পারেননি তিন্ধিসঢ়;। আর সেই প্রত্যাশায় প্রহোর গুনছেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি