ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

খাদ্য মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রকাশিত : ১৯:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৬

শপথ ভঙ্গের পরেও খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হকের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে সংবিধান লংঘনের দায়ে তাদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হকের আদালত অবমাননার পূর্নাঙ্গ রায় পহেলা সেপ্টেম্বর প্রকাশ করে আপিল বিভাগে। দুই মন্ত্রী তাদের শপথ ভঙ্গ করেছেন বলে রায়ে উল্লেখ করা হয়। তবে শপথভঙ্গের জন্য তাঁদের মন্ত্রিত্ব থাকবে কি না সে বিষয়ে কিছু বলেননি আপিল বিভাগ। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে হাহকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুই মন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি জমা দেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এর আগে কোন কর্তৃত্ব বলে তারা পদে আছেন তা জানতে আইনী নোটিশ দিয়েছিলেন ওই আইনজীবী। এতে সাড়া না পেয়ে রিট আবেদনটি করেন তিনি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার  মওদুদ আহমদ। দুই মন্ত্রী মারাত্মক ফৌজদারি অপরাধ করেছেন বলেও মন্তব্য করেছেন এই বিএনপি নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি