দ্রুতই সমৃদ্বশালী ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন হবে বাংলাদেশ
প্রকাশিত : ১৯:০৯, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ৫ সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ দ্রুতই সমৃদ্বশালী ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে দেশীয় ম্যাসেজিং অ্যাপস আলাপন উদ্বোধনের সময় তিনি একথা বলেন। ডিজিটাল হওয়ার পথে বাংলাদেশ আরো একধাপ এগুলো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর আগে আলাপন নামের নুতন এই অ্যাপসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যাপসটির মাধ্যমে প্রধানমন্ত্রী বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপস চালুর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেলো।
এদিকে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব জানান ‘আলাপন’ এর সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা স্বল্প খরচে দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে ফাইল লেনদেন ও ভিডিও কনফারেন্স করতে পারবেন।
এই অ্যাপসে সরকারী অর্থ সাশ্রয় হবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।
আরও পড়ুন