ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীর ধানমন্ডিতে পালিয়ে যাবার সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী নিহত

প্রকাশিত : ১৩:৩৭, ৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীর ধানমন্ডিতে পালিয়ে যাবার সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে।  আহত হয়েছে ২ জন। পুলিশ জানায়, সকালে ওই এলাকায় ইডেন কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই হয়। পরে পল্টন এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি  নির্দেশ উপেক্ষা করে পালিয়ে যাবার সময় পুলিশ ধাওয়া করে। ধানমন্ডির ৩ নম্বর সড়কে পুলিশ গাড়িটির গতিরোধ করে। এসময় একজন পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। নিহত ও আটক হওয়াদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি