ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

‘এবার বিজয় দিবসে জাতীয় কুচকাওয়াজ হবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৭ নভেম্বর ২০১৮

ঢাকার প্যারেড গ্রাউন্ডে এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কুচকাওয়াজ ছাড়া বিজয় দিবসের অন্যান্য সব কর্মসূচি যথা নিয়মেই পালিত হবে বলে জানিয়েছেন কামাল।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে এবার বিজয় দিবসে প্যারেড স্কয়ারে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তবে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনসহ বিভিন্ন কারণে এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সর্বাধিক নিরাপত্তা দেওয়া হবে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি