ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আজ পর্তুগাল খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে

প্রকাশিত : ১৩:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বকাপ বাছাই পর্ব ইউরো অঞ্চলে আজ পর্তুগাল খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অপর ম্যাচে ফ্রান্স লড়বে বেলারুশের সাথে আর হল্যান্ড মাঠে নামবে সুইডেনের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টা। ইউরো অঞ্চলের বি গ্র“পে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলাটিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্টোস। আর প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। নিজ দলের রক্ষণ ও আক্রমণ ভাগকেই এগিয়ে রাখলেন পর্তুগালের কোচ। এদিকে পর্তুগালকে ফেভারিট মানলেও সুইজারল্যান্ড জয়ের জন্যই মাঠে নামবে বলে জানিয়েছেন কোচ ভ­াদিমির পেতকোভিচ। গোলের সুযোগগুলোকে কাজে লাগিয়ে জয় তুলে নিতে চান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি