ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় গবাদী পশু

প্রকাশিত : ১৩:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

কুড়িগ্রামে সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় গবাদী পশু। বেশিরভাগ ক্ষেত্রেই রোগ-বালাই পরীক্ষা ছাড়ায় চলে যাচ্ছে কোরবানীর হাটগুলোতে। তবে সীমান্ত সংলগ্ন হাটগুলোতে ভারতীয় গরুর ভিড় থাকলেও, ক্রেতাদের ঝোঁক এখনো দেশী গরুর দিকেই। ঈদকে ঘিরে কুড়িগ্রামের কালির আলগা, নারায়ণপুর, নুনখাওয়া ও দই খাওয়াসহ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে রোজই প্রবেশ করছে শতশত ভারতীয় গরু-মহিষ। কোরবানির হাটে পাঠানোর আগে এসব পশুর নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষাও হচ্ছে না। তাই অনেক রোগাক্রান্ত গরুও ঢুকে পড়ছে হাটে হাটে। যাত্রাপুর ও ভুরুঙ্গামারী করিডোর হাটে ভারতীয় গুরু-মহিষের সমাগম বাড়লেও স্থানীয়দের আগ্রহ কম। ব্যাপারীরা তাই গরু নিয়ে যাচ্ছেন দেশের দূরের জেলাগুলোতে। ব্যবসায়ীরা বলছেন, এবার গরুর দাম পাচ্ছেন না। এছাড়া আগের মতো হাটে দুর-দুরান্তের ক্রেতা আসাও কমে গেছে। সংশিষ্টরা বলছেন, রাজস্ক ফাঁকি দিয়ে অবৈধভাবেও অনেক ভারতীয় গরু আসছে। এসব পশুর স্বাস্থ্য পরীক্ষাসহ অবাধ প্রবেশের বিষয়ে নজরদারি বাড়ানোর দাবী জানিয়েছে তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি