ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পবিত্র হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

প্রকাশিত : ১৪:২২, ৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২২, ৭ সেপ্টেম্বর ২০১৬

পবিত্র হজ পালনের উদ্দেশে আজ সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে তিনি হজে যাচ্ছেন। বুধবার বিকাল পাঁচটায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা।এছাড়া খালেদা জিয়ার সঙ্গে হজ করতে লন্ডন থেকে দুবাই হয়ে সৌদি আরব যাবেন তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জোবায়দা রহমান ও নাতনি জায়মা রহমান। আগামী ২০ শে সেপ্টেম্বর খালেদা জিয়ার বাংলাদেশে আসার কথা রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি