ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জমে উঠতে শুরু করেছে চট্টগ্রামে পশুর হাট

প্রকাশিত : ০৯:৪২, ৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪২, ৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জমে উঠতে শুরু করেছে চট্টগ্রামে পশুর হাট। পশু সরবরাহ বাড়লেও ক্রেতা সমাগম কম। তবে দাম কিছুটা বেশী। এদিকে পশুর হাটের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসন। চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট ও পাহাড়তলী সাগরিকা বাজারের স্থায়ী পশুর হাটসহ এবার সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বসেছে ১০টি বাজার। এরইমধ্যে শুরু হয়েছে কোরবানীর পশু বেচা-বিক্রী। এসব হাটে পশু সরবরাহ বাড়লেও ক্রেতা কিছুটা কম। বেপারীরা বলছেন, সরকারি ছুটি শুরু হলে বাজারে ক্রেতার সমাগম বাড়বে। ক্রেতারা বলছেন, বাজারে পশু সরবরাহ বড়লেও দাম গতবারের চেয়ে কিছুটা বেশী। অসুস্থ পশু বিক্রি বন্ধে নগরীর প্রতিটি বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বসানো হয়েছে মেডিক্যাল টীম। এদিকে পশুর হাটে প্রতারনা ঠেকাতে জাল টাকা সনাক্ত করার মেশিন বসানো হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় সাদা পোষাকদারী পুলিশের পাশাপশি আইন শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানিয়েছে সিএমপি। পশুর হাটে হয়রানি ও প্রতারনা বন্ধে প্রশাসন সব ধরনের পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ক্রেতা-বিক্রেতাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি