ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ আরব আমিরাত যাচ্ছেন সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:০৮, ১০ নভেম্বর ২০১৮

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৩ দিনের শুভেচ্ছা সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে আজ শনিবার এ সফর করবেন তিনি।

গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে জেনারেল আজিজ আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া আল হামরা কমব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন তিনি। জেনারেল আজিজের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও আরব আমিরাত সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।

সফরশেষে আগামী বুধবার দেশে ফিরবেন তিনি। প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল আজিজ সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে শুভেচ্ছা সফরে যাচ্ছেন। বিজ্ঞপ্তি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি