ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ইভিএম ব্যবহার করা কেন্দ্রে সেনাবাহিনী নিয়োগ : ইসি সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ১০ নভেম্বর ২০১৮

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, আমাদের পরিকল্পনা রয়েছে, যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে কারিগরি সহায়তা ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হবে। তবে ইসিতে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা সম্মতি দিলে আমরা তাদের ব্যবহার করবো।

আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উল্লেখ্য, ৮ নভেম্বর তফসিল ঘোষণার দিন সিইসি তার ভাষণে বলেছিলেন, ‘শহরকেন্দ্রিক ভোট কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হবে।’

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি