ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটিশ প্রধানমন্ত্রীর টুইটারে স্পিকার শিরীন শারমিন চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এর সাথে সাক্ষাৎ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশ করা হয়। এতে প্রথম ছবিটিই প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথে ড. শিরীন শারমিন চৌধুরীর।

নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনটি আয়োজন করে হাউজ অব কমন্স।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ শনিবার জানায়, সাক্ষাৎকালে ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনের সফলতা এবং নিমন্ত্রণের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে আন্তরিক ধন্যবাদ জানান ড. শিরীন শারমিন চৌধুরী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে টুইট বার্তায় লিখেছেন ‘গত রাতে এখানে আসা নারীরা বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পটভূমির প্রতিনিধিত্ব করছেন। আমাদের জীবন যাপন আলাদা, বিশ্বাস আলাদা। কিন্তু সবাই আমরা জনগণের জন্য কাজ করছি।’

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি