ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ২ ভাইসহ ৩ জনের বিরুদ্ধে ৬ টি অভিযোগের প্রমান পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রকাশিত : ১৪:০৬, ৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:০৬, ৮ সেপ্টেম্বর ২০১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ২ ভাইসহ ৩ জনের বিরুদ্ধে ৬ টি অভিযোগের প্রমান পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার ধানমন্ডির সেফহোম সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানান প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। অভিযুক্তরা হলো হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু বিএসসি , এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু  ও সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী । এদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের ১৫ মে  তদন্ত শুরু হয়। তিন ব্যক্তির অপরাধ সংগঠনের এলাকা মূলত নেত্রকোনার আটপাড়া ও মদন থানা। এটি ৪২তম তদন্ত প্রতিবেদন। এদের মধ্যে অভিযুক্ত রাজাকার সোহরাব আলী আটক। বাকি ২ জন অভিযুক্ত শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ এবং তার সহোদর ভাই, অভিযুক্ত রাজাকার এনায়েত উল্লাহ পলাতক রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি