ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাভারে যাত্রীবাহী ডাকাতের হামলায় ২৫ যাত্রী আহত

প্রকাশিত : ১৩:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১৬

সাভারে যাত্রীবাহী ডাকাতের হামলায় ২৫ যাত্রী আহত হয়েছে। ডাকাতেরা লুটপাট করে নিয়েছে যাত্রীদের মালামাল। পুলিশ জানায়, চন্দ্রা থেকে সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে হামলা চালায় ডাকাতরা। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ও পিটুনিতে আহত হয় ২৫ জন। আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসযাত্রীরা জানায় বাসটি আশুলিয়ার তুরাগ এলাকায় পৌছলে বাসে থাকা যাত্রীবেশী ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ টাকা মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। পরে বাসটি ঢাকা আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ডে রেখে ড্রাইভারসহ ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি