ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অর্ধশত যাত্রী আহত

প্রকাশিত : ১৩:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অর্ধশত যাত্রী আহত হয়েছে। সকালে সদর উপজেলার শহীদ এম. মনসুর আলী ষ্টেশনের প্রবেশ পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছাদে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। ট্রেনটি সকালে ষ্টেশনে প্রবেশের পথে তারের সাথে পেচিয়ে ছাদ থেকে অর্ধশত যাত্রী নিচে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। গুরুতর আহত ২০জনকে সদর হাসপাতাল এবং অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি