ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড়ে সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ১১ নভেম্বর ২০১৮

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় গাজায় রূপ নিয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়াবিদ মো: আবদুল মান্নান জানান, নিম্ন চাপের কারণে আজ সকাল থেকে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা বিশেষভাবে মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এর প্রভাব এখনো উত্তর বঙ্গোপসাগরে রয়েছে।

তিনি বলেন, উপকূলীয় এলাকার সমুদ্রবন্দরসমূহে অবগতি ও এ ঘূর্ণিঝড়ের অবস্থান জানানোর জন্য এবং এ সংক্রান্ত ঝুঁকি বিবেচনা করে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। মাছধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় আজ বাতাসের গতি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫-১০ কি.মি। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯২ শতাংশ। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

সূত্র- বাসস

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি