ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা ঠিক করা বাংলাদেশের নিজস্ব ব্যাপার- ইইউ

প্রকাশিত : ২১:০৬, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২১:১০, ১২ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা ঠিক করা বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিষয়টি নির্ধারণ হবে। ঢাকা সফর শেষে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিরা বলেছেন, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। এছাড়া, তৈরী পোষাক খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপ ও পরিবর্তনগুলো টেকসই করার পরামর্শ তাদের। euতিন দিন ধরে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানসহ শীর্ষ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তির সাথে সাক্ষাত করে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধি। সফর শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন কবে, কিভাবে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বাংলাদেশের নিজস্ব। তারা মনে করেন, বাংলাদেশে শক্তিশালী ও বিকাশমান গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতা সবার আগে নিশ্চিত করতে হবে। করতে হবে, সব ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ও কার্যকর। এছাড়া, বাংলাদেশের তৈরী পোষাক শিল্পের কর্ম পরিবেশ ও মজুরি বিষয়ে সন্তোষজনক পরিবর্তনকে টেকসই করার পরামর্শ দেন তিনি। এর আগে, প্রতিনিধি দলটি বিজিএমইএ কার্যালয়ে, তৈরী পোষাক খাতের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করে। দেশের পোশাক খাত নিয়ে সন্তোষ জানালেও, পোশাকের ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়ে অবস্থান পরিষ্কার করা হয়নি সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি