ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চামড়ার দাম নির্ধারণ করেছেন চামড়া ব্যবসায়িরা

প্রকাশিত : ১৪:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৬

চলতি বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহে দাম নির্ধারণ করেছেন চামড়া ব্যবসায়িরা। পশু ও আকারভেদে এবার চামড়ার দাম গতবারের চেয়ে কিছুটা কম। সকালে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনসহ তিনটি সংগঠনের বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ টাকা ও ঢাকার বাইরে এর দাম হবে ৪০ টাকা। এছাড়া, সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ টাকা ও বকরির চামড়া ১৫ টাকায় সংগ্রহ করবেন ট্যানারি ব্যবসায়িরা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ি, প্রতি বছর সারাদেশ থেকে ২২ কোটি বর্গফুট চামড়া সংগ্রহ করা হয়। এর অর্ধেকেরও বেশি আসে কোরবানির পশু থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি