ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শক্তিশালী পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ১৫:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৬

nkoreaশক্তিশালী পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। আর এ’ কারণে ভূমিকম্প হয়েছে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় উত্তর কোরিয়ার পুংগে রি সাইট এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প শনাক্ত করে যুক্তরাষ্ট্রভিত্তিক ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস। এরপরই দক্ষিণ কোরিয়া জানায়, প্রাকৃতিক কারণে নয়, পারমানবিক বোমার পরীক্ষা থেকে এর উৎপত্তি হয়েছে। এখন পর্যন্ত চালানো পরীক্ষাগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছে তারা। এ’নিয়ে পঞ্চমবারের মতো এ’ ধরনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এ’ ঘটনার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি