ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জিডিপি বেড়ে বাংলাদেশ এখন বিশ্বের ২৩তম অর্থনীতি- সৈয়দ আশরাফুল ইসলাম

প্রকাশিত : ১৯:০৮, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:০৮, ১২ ফেব্রুয়ারি ২০১৬

asrafজিডিপি বেড়ে বাংলাদেশ এখন বিশ্বের ২৩তম অর্থনীতি বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাইয়ে’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। সৈয়দ আশরাফ জানান, আমিরাতের প্রয়োজনেই শিগগিরিই বন্ধ ভিসা চালু হবে। তিনি আরো বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। দেশে ব্যাপকভাবে বিনিয়োগে প্রবাসীদের প্রতি আহ্বান জানান জনপ্রশাসন মন্ত্রী। তিনি বলেন, দেশকে গড়ে তুলতে সরকার প্রবাসীদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি