গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে
প্রকাশিত : ১২:৫৮, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৮, ১০ সেপ্টেম্বর ২০১৬
গাজীপুরে টঙ্গি রেলগেট এলাকায় টামপাকো প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। আহত হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তি। গুরুতর দগ্ধ বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
বয়লার বিস্ফোরণের পর এভাবেই আগুন ছড়িয়ে পড়ে টঙ্গির টামপাকো প্যাকেজিং কারখানা ভবনে।
খবর পেয়ে, ফায়ার সার্ভিসের সদর দপ্তর, টঙ্গি ও জয়দেবপুরের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শ্রমিকরা জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় রাতের শিফটের কাজ চলছিলো। অগ্নিকাণ্ডে কারখানার চারতলা ভবনটি ধসে পড়েছে। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি কুমিল্লা, ময়মনসিংহ, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলায়। ভবনটিতে আরও শ্রমিক আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিক ও নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী সেখানকার বাতাস।
অগ্নিকাণ্ডের পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর দগ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
হতাহতের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে জানালেন পুলিশ সুপার।
আরও পড়ুন