ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুর, মাওনা ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত : ১৩:১৯, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৯, ১০ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের বাঘেরবাজার ও মাওনায় সড়ক দুর্ঘটনায় ৫ জন এবং কক্সবাজারের উখিয়ায় ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বাঘেরবাজার এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হয় ১০ জন। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যায়। এছাড়া, মাওনা এমসি বাজার এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। এদিকে, কক্সবাজারের উখিয়ার ইনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে নারীসহ ৩ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি