ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লটারি ও হারবাল পণ্য বিক্রির নামে ৩ নাইজেরিয়ানসহ ৮ প্রতারককে গ্রেপ্তার

প্রকাশিত : ১৩:২৯, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৯, ১০ সেপ্টেম্বর ২০১৬

লটারি ও হারবাল পণ্য বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৩ নাইজেরিয়ানসহ ৮ প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও বারিধারা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। এ’সময় তাদের কাছ থেকে ৬৭টি চেক বই, ১৬টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও ১৫টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। প্রতারক চক্রের একটি অংশ বিদেশে অবস্থান করে সবকিছু নিয়ন্ত্রণ করে বলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি