ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইউপি নির্বাচনে তৃণমূলকে দলীয় প্রার্থীর নাম পাঠাতে বলেছে আওয়ামী লীগ ও বিএনপি

প্রকাশিত : ২১:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২১:১৬, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ইউপি নির্বাচনে দলের মাঠ পর্যায়ের নেতাদের কাছে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম পাঠাতে বলেছে আওয়ামী লীগ ও বিএনপি। চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দু’দলই অগ্রাধিকার দিয়েছে তৃণমূলকে। শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত নির্বাচনী বোর্ডকে প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। আর ১৫ ই ফেব্রুয়ারির মধ্যে তা দলীয় কার্যালয়ে পাঠাতে হবে। এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে প্রার্থীর নাম সুপারিশ আকারে কেন্দ্রে পাঠাতে হবে। তবে নাম পাঠানোর জন্য কোনো দিনক্ষণ বেঁধে দেয়নি বিএনপি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি