ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগুন দিয়ে মানুষ পোড়ানোর জন্য খালেদা জিয়ার বিচার হবে- তথ্যমন্ত্রী

প্রকাশিত : ২১:০৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২১:০৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

inuবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসী মন্তব্য করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন আগুন দিয়ে মানুষ পোড়ানোর জন্য খালেদা জিয়ার বিচার করা হবে। বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে নগর জাসদের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এসময় মন্ত্রি আরো বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হলে দেশ থেকে জঙ্গি উৎখাত সম্ভব হবে। বিএনপি এখন রাজনীতির আবর্জনার টিনে পরিণত হয়েছে। বিএনপিকে দিয়ে আর গনতান্ত্রিক রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাঈনুদ্দীন খান বাদল ও নগর আওয়ামী লীগের সভাপতি ্ধসঢ়;এ বি এ এম মহিউদ্দীন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি