ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভার ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশিত : ১২:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৭, ১১ সেপ্টেম্বর ২০১৬

সাভার ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, ভোরে সাভারে শ্রীখন্ডদিয়া এলাকায় ডাকাতি করছিলো একদল ডাকাত। পুলিশের একটি টহল দল ওই রাস্তায় গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতির সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়। আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি