বিনোদন প্রেমীদের অন্যতম আকর্ষন চট্টগ্রাম
প্রকাশিত : ০৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
প্রাকৃতিক কারণে বিনোদন প্রেমীদের অন্যতম আকর্ষন চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্র, এই দুই’য়ের সম্মিলন বন্দর নগরীর পর্যটনকেন্দ্রগুলোকে করেছে অনন্য। প্রায় প্রতিদিন এসব বিনোদন স্পটে ভীড় জমে দেশি বিদেশি বিনোদন প্রেমীদের।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন চট্টগ্রামকে আরো মোহনীয় করেছে পর্যটকদের কাছে। ভ্রমণ ও বিনোদন পিয়াসীরা সুযোগ পেলেই তাই ছুটে আসেন এখানে।
পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক পর্যটন এলাকা হিসেবে আগে থেকেই বিখ্যাত। আর পাহাড়তলীর ফয়’স লেককে ঘিরে নির্মিত সী ওয়ার্ল্ড নজর কাড়ে দর্শনার্থীদের।
শিশুদের জন্য বহদ্দারহাটে বিশাল এলাকা জুড়ে স্থাপিত স্বাধীনতা পার্ক মনযোগ কেড়েছে। এখানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থানের প্রতিচ্ছবি। নতুন করে সংস্কার করা এই পার্কে সাধারণ পর্যটক ছাড়াও আসছে শিক্ষার্থীরা।
স্বাধীনতা পার্ককে দেশের একটি প্রতিকী স্থানে পরিণত করার লক্ষে কাজ করছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে চোখ ধাঁধানো সব পর্যটন এলাকা সংরক্ষণের দাবি বিনোদন প্রেমীদের।
আরও পড়ুন