ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল-আযহা

প্রকাশিত : ১৬:২৭, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৭, ১২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল-আযহা। সকালে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় খানকায়ে সুরেশ্বরী দরবারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দক্ষিণ চট্টগ্রামের ৭ উপজেলার ৩০টি গ্রাম এবং উত্তর চট্টগ্রামের সীতাকুন্ড ও বাড়বকুন্ডের পাঁচটি গ্রামে উদযাপন করা হয় ঈদুল আযাহা। সকালে সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মৌলভীবাজারে শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত হয়েছে। এছাড়া চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী, শরীয়তপুর, দিনাজপুর ও বরগুনার কয়েকটি গ্রামে উদযাপন করা হচ্ছে ঈদুল আযহা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি