ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পাহাড়ী জনপদেও বইছে সংসদ নির্বাচনের হাওয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৯ নভেম্বর ২০১৮

পাহাড়ী জনপদ বান্দরবানেও বইছে সংসদ নির্বাচনের হাওয়া। সমতলের চেয়ে ভৌগোলিক অবস্থান ও নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস হওয়ায় এখানকার ভোটের হিসাবটাও একটু ভিন্ন। এখানে বিভিন্ন আঞ্চলিক দলের প্রভাব থাকলেও লড়াইটা হয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই।

সমতলের মতো পাহাড়েও এখন জাতীয় নির্বাচনের আমেজ। আঁকাবাঁকা পাহাড়ী পথে ভোটারদের কাছে বেড়েছে নেতাকর্মীদের আনাগোনা ।

১৯৯২ সাল থেকে বান্দরবান আসনটি আওয়ামী লীগের দখলে। বর্তমান সাংসদ বীর বাহাদুর পাঁচবারের এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকায় এলাকায় দীর্ঘ মেয়াদে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তাই মনোনয়ন ও জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিন্ত আওয়ামী লীগ।

তবে আসনটি দখলে নিতে চেষ্টা চালাচ্ছে বিএনপি। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং আঞ্চলিক দলের সহযোগিতায় আসনটি এবার বিএনপির ঘরে যাবে বলে মনে করছেন তারা।

নির্বাচন নিয়ে জাতীয় পার্টি বা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ-এর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তবে উন্নয়ন আর জনগণের স্বার্থে যিনি কাজ করবেন এমন ব্যক্তিকেই এমপি হিসেবে বেছে নেয়ার কথা জানায় সাধারণ মানুষ।

৭ উপজেলা, ২ পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে ৩০০ নম্বর সংসদীয় আসন বান্দরবানে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি