ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

প্রকাশিত : ১১:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৬

ত্যাগের মহিমায় সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন হচ্ছে। সকালে বৃষ্টির মধ্যেই জাতীয় ঈদগাহে হয়েছে ঈদের প্রধান জামাত। বৃষ্টিভেজা অগনিত মুসল্লির সাথে একই কাতারে নামায আদায় করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঈদের নামায শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশের জন্য দোয়া করা হয়। সকাল থেকেই রাজধানীতে মূষলধারে বৃষ্টি। কাঁকভেজা হয়েও তুমুল উৎসাহে নগরবাসী ছুটছেন জাতীয় ঈদগাহে। ত্যাগের মধ্য দিয়ে ¯্রষ্টার সন্তুষ্টি অর্জনে ঈদুল আযহার প্রধান ঈদ জামাতে শরীক হওয়ার আনন্দের কাছে হার মেনেছে প্রতিকূল আবহাওয়াও। নারী-পুরুষ নির্বিশেষে নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন জাতীয় ঈদগাহে। বৃষ্টির ভোগান্তিতেও ছিল না কোনো ক্লান্তি। প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঈদগাহের এ নামাজে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। নামাজ শেষে দু’হাত তুলে ¯্রষ্টার কাছে দেশ ও জাতির কল্যাণ কামণা করা হয়। পরে একে অন্যের সঙ্গে আলিঙ্গন করেন মুসল্লিরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি