ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টির মধ্যেই পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে রাজধানীবাসী

প্রকাশিত : ১৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বৃষ্টির মধ্যেই পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে ঢাকাবাসী। সকালের বৃষ্টিতে ঈদের আনন্দ কিছুটা ম্লান হলেও উৎসবের আমেজ সবখানে। তবে রাস্তায় পানি জমে যাওয়ায় কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েন অনেকেই। ঈদের সকাল থেকেই বৃষ্টি। এবারের ঈদে সম্পূর্ন ভিন্ন চিত্র রাজধানীর বিভিন্ন মহল্লায়। পুরান  ঢাকার নাজিমউদ্দিন রোডে হাটু পানি। রাজধানীতে কোরবানির জন্য সিটি করপোরেশন স্থান নির্ধারণ করে দিলেও সকালের বৃষ্টি ‘ সব হিসাব পাল্টে দিয়েছে বৃষ্টি। বৃষ্টিতে শিশুদের ঈদ আনন্দ ম্লান করেছে। বাইরে ঘোরাঘুরি করার সুযোগ নেই, একরকম ঘরবন্দী তারা। আর গৃহ-বধুদের ঈদ আনন্দ বরাবরের মতোই রান্নাঘরে। তবে টানা বৃষ্টিতে কোরবানির বর্জ্য সহজেই ধুয়ে যাবে, এতে কিছুটা স্বস্থিতে নগরবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি