ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেসিডেন্ট বাশার গোটা সিরিয়ার দখল নিতে চান

প্রকাশিত : ০৯:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০৯:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বিদ্রোহীদের কাছ থেকে গোটা সিরিয়ার দখল নিতে চান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় যুদ্ধ বিরতি কার্যকর করতে বিশ্ব নেতারা যখন নিজেদের ঐক্যমতের কথা জানিয়েছেন, ঠিক এমন সময় আসাদের এ মন্তব্য দেশটির সমস্যাকে আরো বাড়াবে বলেই মনে করছেন অনেকে। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বাশার বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বিদ্রোহিদের সাথে থাকায়, এ প্রক্রিয়া কিছুটা সময় লাগতে পারে। তবে, সিরিয়ার জনগনের কল্যানে এর বিকল্প নেই। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শক্তি প্রয়োগ করে সিরিয়া সমস্যার সমাধান সম্ভব নয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি