ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে বিজয়ী ও পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত : ১৫:৫২, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫২, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানীতে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জাহাঙ্গীর আলম ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ ফরিদুল ইসলামের সমর্থকদের মধ্যে নির্বাচনের পর থেকে বিরোধ চলছিলো। এর জেরে সকালে হরিদাসপুর  গ্রামের বটতলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন ১০ জন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি