ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪, নিখোঁজ ১০, উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশিত : ১৬:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৬

টঙ্গির টাম্পাকো ফয়েলস কারখানায় দগ্ধ আরো একজন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। নিখোঁজদের সন্ধানে আজও কারখানার সামনে ভিড় করছেন স্বজনরা। এদিকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে এসব মানুষের। অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ প্রিয়জনের ছবি অন্তত: স্বজনের মৃতদেহ হলেও একবার দেখতে চাইছেন তারা। এদিকে পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ঈদের দিন কিছু সময়ের জন্য অভিযান চললেও আজ সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি