ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ১৫:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। মেসির হ্যাট্টিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিলো তারা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই নিজেদের আদিপত্ত্য বিস্তার করে খেলতে থাকে কাতালানরা। ৩ মিনিটে দলের প্রথম গোলটি করেন লিওনেল মেসি। আর ২৭ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা মেসি। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণের গতি বাড়ায় লুইস এনরিখের শিষ্যরা। ৫০ মিনিটে গোল করেন নেইমার। এর ৯ মিনিট পরেই আন্দেস ইনিয়েস্তা গোল করে ব্যবধান বাড়ান ৪-০ তে। আর ৬০ মিনিটে আরো একটি গোল করে হ্যাট্টিক পূরন করেন মেসি। এছাড়া, ম্যাচের ৭৫ ও ৮৮ মিনিটে শেষের দুটি গোলই আসে সুয়ারেজ কাছ থেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি