ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেসিডেন্ট হওয়ার মতো সুস্থ ও সক্ষম রয়েছেন হিলারি

প্রকাশিত : ১৫:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০১৬

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার মতো সুস্থ ও সক্ষম রয়েছেন বলে দাবি করেছেন তার চিকিৎসকরা। এক বিবৃতিতে তারা বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হলেও হিলারির শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। গেল সপ্তাহে টানা নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কারণে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার থেকে হিলারি ফের প্রচারণায় অংশ নিতে পারবেন বলেও জানান তারা। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন। গেল রোববার টুইন টাওয়ারে হামলার ১৫ বছর পূর্তির দিন হঠাৎ অসুস্থবোধ করেন হিলারি। এরপরই অবশ্য জানা যায় ডেমোক্র্যাট প্রার্থী নিউমোনিয়ায় আক্রান্ত। এরপরই ক্যালিফোর্নিয়া সফরসহ তার বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণা স্থগিত করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি