ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ব্লগার হত্যাকান্ডের তদন্তে অগ্রগতি হয়েছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২:২০, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ব্লগার ও মুক্তমনা লেখক হত্যা মামলাগুলোর তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশের আইজি জানালেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় যেসব পুলিশ সদস্য অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। শনিবার সকালে রাজধানী একটি স্কুলে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ জানান মন্ত্রী। পরে ঢাকা ও ঢাকার বাইরে খুন হওয়া মুক্তমনা ব্লগার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। আইজিপি জানান, সম্প্রতি যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। খুন হওয়া ব্লগার হত্যা মামলাগুলোর অগ্রগতি থাকলেও কেবলমাত্র মুক্তমনা ব্লগার, লেখক অভিজিৎ রায় হত্যা মামলা এখনও সুরাহা হয়নি বলে মন্তব্য করেন পুলিশ প্রধান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি