পশুর বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ২ মেয়র
প্রকাশিত : ১৯:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৪, ১৫ সেপ্টেম্বর ২০১৬
নির্ধারিত সময়ের আগেই রাজধানীতে কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকার দুই মেয়র। এজন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামিতেও সহযোগিতা চেয়েছেন তারা। নির্ধারিত স্থানেই যাতে পশু কোরবানি দেয়া হয়, সেজন্য সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন দুই মেয়র।
পশু কোরবানীর পর দ্রুত বর্জ্য অপসারণ ছিল দুই মেয়রের জন্যে বড় চ্যালেঞ্জ। ঘোষণা দিয়েছিলেন ৪৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন করা হবে নগর।
বুধবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন দুই মেয়র। সাঈদ খোকন বলেন, নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হয়েছে।
একই দাবী উত্তরের মেয়রের। তিনি জানান, প্রায় দুই লাখ পশু কোরবানী হয়েছে উত্তর সিটিতে। আগামিতে নগরবাসির আরও সহায়তা চান তিনি।
নির্ধারিত জায়গায় কোরবানী পশু জবাই নিশ্চিত করতে প্রচার আরো বাড়ানো হবে বলেও জানান তারা।
আরও পড়ুন