ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শহীদ ডা. মিলনের মায়ের দাবি

‘অার কোন স্বৈরাচার, সেনাশাসক যেন ক্ষমতায় না অাসে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২৩, ২৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘অার কোন স্বৈরাচার, সেনাশাসক, স্বাধীনতা বিরোধী যেন ক্ষমতায় না অাসে। তাহলে অামার সন্তান (শহীদ ডা. মিলন)- এর অাত্মা শান্তি পাবে না।’ শহীদ ডা. মিলন দিবসে এমন অাকুতিই তুলে ধরলেন শহীদ ডা. মিলনের মা সেলিনা অাখতার।

অাজ ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবসের এক অনুষ্ঠানে তিনি এমন দাবি তুলে ধরেন। শহীদ ডা. মিলনের ২৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ ডা. মিলন সংসদ এ অায়োজন করেছে।

তিনি অারও বলেন, ‘অামরা যারা সন্তান হারিয়েছি, অামরা বু্ঝি, এটা কত যন্ত্রনার।’
‘শহীদ ডা. মিলন হত্যার পুন: তদন্ত ও পুন: বিচার চাই’- শীর্ষক অালোচনা সভায় শহীদ জননী অারও বলেন, ‘অামরা চাই তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাক যারা সত্যিকারের ত্যাগী। যাদের দেশপ্রেম অাছে। দেশের জন্য ত্যাগ করার মানসিকতা রাখে।’

শহীদ জননী সেলিনা অাখতার এ সময় তার সন্তান ডা. মিলন সহ অন্যান্য শহীদদের হত্যার পুন:তদন্ত ও পুন: বিচার দাবি করেন।
উল্লেখ্য, শহীদ ডা. শামসুল অালম খান মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সামরিক জান্তার পেটোয়া বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন। তিনি ছিলেন বিএমএ- এর যুগ্ম মহাসচিব।  তার মৃত্যুতে স্বৈরাচার বিরোধী অান্দোলন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। ফলে পতন হয়েছিল স্বৈরাচার সরকারের। কিন্তু এখনো শহীদ মিলনের খুনীদের বিচার হয়নি।
অা অা/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি