ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৪, ২৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোর সদর উপজেলায় ডাকাতি মামলার এক আসামি গ্রেফতার হওয়ার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ। নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার রাত ৩ টার দিকে সদর উপজেলার দোগাছিয়া এলাকায় ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৌমেন দাস এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩ টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

সেখানে অবস্থান নিয়ে থাকা সেলিমের সহযোগীরা গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে। পরে সেলিমকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

টিআর/’

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি