ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেলিকপ্টার দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাকিব

প্রকাশিত : ১৮:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

হেলিকপ্টার দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান। সাকিবদের নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতের কাছেই কপ্টারটি বিধস্ত হয়। এঘটনায় আরোহী বিজ্ঞাপনী কর্মকর্তা শাহ আলম নিহত হয়েছেন। পরে সাকিব সাংবাদিকদের বলেন, তিনি ভালো আছেন। মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারে করেই বিজ্ঞাপনের কাজে কক্সবাজারের ইনানি যান ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তাকে নামিয়ে দিয়ে ঢাকায় ফেরার পথে সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারটি বিধস্ত হয়। বিমান বন্দর ম্যানেজার জানান, সাকিব আল হাসান নিরাপদে আছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, আহতদের হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট শফিকুল ইসলামসহ ৩জন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি