ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

হিলারি ক্লিনটন নির্বাচনী প্রচারণায় ফিরেছেন

প্রকাশিত : ১৮:২৬, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৬, ১৬ সেপ্টেম্বর ২০১৬

অসুস্থতা কাটিয়ে নির্বাচনী প্রচারণায় ফিরেছেন ডেমোক্র্যাটিক দলের মার্কিন প্রেসিডেন্ট পদ প্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ ক্যারোলিনায় নির্বাচনী র‌্যালীতে যোগ দেন হিলারি। নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিন দিনের বিরতির পর ফিরে এসে এবার তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সংবাদ মাধ্যম সিএনএনের জরিপ বলছে, জনগনের সমর্থনে হিলারি এখনও এগিয়ে থাকলেও ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান কমেছে। হিলারি পক্ষে রয়েছে ৪৩ শতাংশ সমর্থন, অন্যদিকে ট্রাম্প ২ পয়েন্টে পিছিয়ে রয়েছেন। এদিকে দ্য নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের জরিপ বলছে, ৪৬ শতাংশ জনসমর্থন রয়েছে হিলারির পক্ষে আর ট্রাম্পের পক্ষে রয়েছে ৪৪ শতাংশ সমর্থন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি