ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইয়ন ও অ্যালেক্সকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে ইংল্যান্ড

প্রকাশিত : ১৮:২৩, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৩, ১৬ সেপ্টেম্বর ২০১৬

ইয়ন মরগ্যান ও অ্যালেক্স হেলসকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ইংলিশরা। টেস্ট দলের নেতৃত্ব দেবেন অ্যালেষ্টার কুক। আর ইয়ন মরগ্যান দলের সাথে না আসায় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন জস বাটলার। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হাসিব হামিদ, বেন ডকেট ও জাফর আনসারি। এছাড়া দীর্ঘ ১১ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিনার গ্যারেথ ব্যাটি। ৭ ও ৯ অক্টোবার ঢাকায় এবং ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। আর ২০ অক্টোবার চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২৮শে অক্টোবর ঢাকায় হবে সিরিজের শেষ টেস্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি