ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রেল স্টেশন, বাস টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

প্রকাশিত : ১৫:২০, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২০, ১৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। শনিবার সকাল থেকেই রেল স্টেশন, বাস টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। বাসে আসা যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালও ঢাকা ফেরা মানুষের ঢল। আবারও কর্মব্যাস্ত দিনের হাতছানি। পরিবারের সাথে ঈদের কদিন কাটিয়ে নিজ কর্মস্থলে যোগ দিতে সাত সকালেই ফিরেছেন ঢাকায়। বাস টার্মিনালগুলোতে ছিলো নগরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটি কাটিয়ে ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে সন্তোস জানিয়েছেন যাত্রীরা। তবে, ফেরার পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। কমলাপুর রেল ষ্টেশন্ধেসঢ়;ও একই পরিস্থিতি। নাড়ীর বাঁধন ছিড়ে আবার ফিরতে হয়েছে কর্ম চঞ্চল নগরীতে। তবে পথের ক্লান্তি ফুটে উঠেছে চোখেমুখে। সদরঘাট লঞ্চটার্মিনালে ছিল বাড়ি ফেরা মানুষের ঢল। যাওয়ার পথে কিছুটা বিড়ম্বনা হলেও ফেরা পথে কোন সমস্যা হয়নি বলে জানান যাত্রীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি