ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কার্পিকে ৩-১ গোলে হারিয়েছে রোমা

প্রকাশিত : ১২:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ইতালীয়ান ফুটবল লিগ সিরি এ’তে কার্পিকে ৩-১ গোলে হারিয়েছে রোমা। শীর্ষে উঠার লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রোমার হয়ে প্রথম গোলটি করেন লুকাস ডিগনে। এর ৫ মিনিট পরে স্ট্রাইকার কেভিন গোল করে দলকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে এডিন জেকো গোল করলে ২-০তে এগিয়ে যায় রোমা। এক মিনিট পরে রোমার হয়ে তৃতীয় গোলটি করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা। এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রোমা। আর ১৯ পয়েন্ট নিয়ে কার্পি রয়েছে ১৮ নম্বরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি